Skip to main content

Posts

New Years Resolution 2013

Visit two new countries Hit the gym at least 3.5 times a week ( about 180 times in the whole year) Start masters Learn  how to stay calm in difficult situations

এলোমেলো দিনলিপি ০৯

চারপাশের সব কিছু  - পরিবেশ, মানুষ, অর্থনীতি খুব দ্রুত পরিবর্তনশীল।  এত্ত পরিবর্তনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছি। কেবন মনে হচ্ছে , পথে যদি একটু তিষ্টোতে পারতাম। এর মাঝে নিজেকে অরগ্যান দাতা হিসাবে তালিকাভুক্ত করলাম। সোনামনির অসুস্থতার পর থেকে মনে হচ্ছে ,  reuse, reduce, recycle. মানুষও হয়তো রি সাইকেল যোগ্য। রি- সাইকেলের কী কোন বাংলা আছে??? পুনঃব্যবহার???? শুনলেই বংগ বাজারের সেকেন্ড হ্যান্ড মার্কেটের কথা মনে হয় !  তবে এখন একটু ভয় লাগছে , সবাই যখন  খুব স্মার্টলি বেহেশতে যাবে ... আমি যাব অরগ্যান ছাড়া। খুব বেশী সুখকর ভাবনা না! কদিন আগে রেডিও তে শুনলাম, অরগ্যান পাওয়ার নিয়ম কানুনে পরিবর্তন আসছে। আগে, আগে আসিলে আগে পাইবে   ভিত্তিতে অরগ্যান দেয়া হত। এতে হয়তো ৩০ বছরেরে কিডনি প্রতিস্থাপণ করা হত ৮০ বছরের কারোর দেহে আথবা উল্টোটা । সে হয়তো বাঁচবে বড় জোর আর ৫ বছর।  নতুন নিয়মে সবচেয়ে বেশী বাঁচার সম্ভবনা যার তাকেই দেয়া হবে সেরা অরগ্যানটা। একজন অরগ্যান দাতা হিসাবে আমি নতুন নিয়মটা  আমা্র কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি অবশ্যই চাইবো আর কা...

এলোমেলো দিনলিপি ৭

কদিন আগে এক বান্ধবীর সাথে অনেকটা ঝোঁকের মাথায়ই ট্যারোট কার্ড রিডারের কাছে গিয়েছিলাম। আমার ধারণা ছিলো ট্যারোট কার্ড রিডার মাথায় পাগড়ী , হাতে ক্রিষ্টাল বল নিয়ে আলো আঁধারির মাঝে বসে থাকবে। গিয়ে দেখলাম তেমন কিছুই না। দুই সন্তানের মা , এক পার্শিয়ান মহিলা। আমি আমার ভূত , ভবিষ্যত, বর্তমান জানতে কয়েকটা কার্ড তুলে তার হাতে দিলাম। সে আমার সম্পর্কে কিছু সাধারণ কথা বলল। যা কি না আমার বাদামী রঙ দেখেই বলা সম্ভব। মহিলার পর্যবেক্ষণ শক্তি তেমন একটা ভালো না। আমার হাতে আংটি খেয়াল না করেই আমার কপালে বিয়ে নাই জাতীয় কথা -বার্তা বলা শুরু করলো। আমিও তাল মেলালাম। তবে কয়েকটা কথা ঠিক ও বলতে পেরেছে দেখে কিছুটা অবাক হলাম। আমি খুব আগ্রহ নিয়ে মহিলার ভবিষ্যতবাণী ঠিক কীনা জানার জন্য অপেক্ষা করছি। মে মাসের শেষ দিকে এসে আমার বুড়ো গাড়িটা বিনা নটিশে্‌ বিগড়ে বসলো ! ভাবখানা এমন... " মকা পাইসো ? আমি দিন রাত তোমাকে নিয়ে চরকি ঘুরবো আর তুমি দিনে দিনে হাতি থেকে হিপো্‌ হবে? যাও বাবা ঘুরতে হয় তো নিজের পায়ে হেটেঁ চল। " প্রথমে আমার মাথায় হাত গাড়ি ছাড়া কিভাবে চলবো? তাও আবার এই চান্দি ফাটা গরমে। প্রথমে...

বন্ধুত্ব - যখন তখন

বন্ধুত্ব জিনিসটা একেবারেই হিসাব ছাড়া। কে, কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে নিছক পরিচিত থেকে প্রিয় বন্ধু হয়ে উঠবে তা আগে থেকে জানা অসম্ভব। আবার সময়ের সাথে সাথে একই বন্ধু বা বন্ধুতার ধরণ ও পালটে যায়। কিছু বন্ধু থাকে আত্মার খুব কাছে। যে কোন দুঃসময়ে এদের কথা সবার প্রথমে মনে আসে। কিছু বন্ধুত্ব অবস্থান ভিত্তিক - একসাথে ঘোরাঘুরি, আড্ডাবাজি টাইপ। আবার কিছু বন্ধুত্ব প্রয়োজনের তাগিদে। কিন্তু বন্ধুত্ব যেমনই হোক, নানা জীবন অভিজ্ঞতার সাথে তা অধিকাংশ ক্ষেত্রেই পালটে যায়। সদ্য নারী মহলে ভীষণ জনপ্রিয় এক ব্যাচেলরকে স্বামী বানানো - বান্ধবীকে প্রশ্ন করলাম - আচ্ছা তুমি কী ভাইয়াকে, অন্য ভাবী/ বান্ধবীদের সাথে গল্প করলে বকা দাও? - অবশ্যই এটা শুধু ছেলে- মেয়ে বন্ধুত্বের ক্ষেত্রেই নয়, সেইম সেক্স বন্ধুত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে করুন, রুমা ও সোমা দারূণ বন্ধু। রোজ দেখা বা কথা না হলে কারো পেটের ভাত হজম হয় না টাইপ। রুমার আগে বিয়ে হয়ে গেল। সোমা লক্ষ্য করলো রুমার প্রায়োরিটি বদলে গিয়েছে। তার কথা বার্তাও গিন্নীবান্নি হয়ে গিয়েছে। আস্তে আস্তে সোমার সাথে দুরত্ব বাড়তে থাকলো। আবার সোমার বিয়ের সময় রুমা খুবই কাছে চলে ...

আমার নাচের ইতিবৃত্ত

ছোটবেলায় আমি খালি অসুস্থ হতাম। খেলাধূলাতে একেবারেই ভালো ছিলাম না। মা  তাই  বাসার কাছে বাফাতে (বুলবুল ললিতকলা একাডেমী - একে কেন বাফা বলা হয় তা এখনো বার করতে পারিনি !)ভর্তি করে দিল। তখন আমার বয়স চার কী পাঁচ। নাচের স্কুল উপলক্ষে আমাকে প্রথম বড়দের পোশাক সালোয়ার কামিজ কিনে দেয়া হয়েছিলো। সেই লাল টুকটুকে কামিজ পড়ে নাচের স্কুলে যাওয়ার জন্য অগের রাত থেকে আমার ভিতর বিপুল উত্তেজনা কাজ করতো। কখন শুক্রবার আসবে আর আমি কামিজ পড়তে পারবো!! যদিও নাচের ক্লাস তেমন ভালো লাগতো না , কিন্তু কামিজ পড়ার লোভে আমি লেগে রইলাম। প্রথম বছর আমাদের কেবল কিছু মুদ্রা শেখানো হত তবলার তালে তালে। রীতিমত বোরিং ব্যাপার। কিন্তু বড় আপুদের দেখতাম দারুণ সাজগোজ করে নাচতো। প্রায়ই তাদের বিভিন্ন নাচের অনুষ্ঠানে সেখানে আমাদেরকে দেখতে যেতে বলা হত। আমি তো দর্শক হতে চাইনা ওদের মত স্টেজে নাচতে চাই। একদিন সুযোগ এসে গেল। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্যে অংশ গ্রহণের। দিন নেই , রাত নেই আমার অনুশীলন চলছে। সন্ধ্যায় মা আমাদেরকে টেবিলে পড়তে বসাতো। হঠাত টেবিল থেকে উঠে বলতাম- 'আমি একটু নেচে নেই ?' শুরু হয়ে ...

হাইলাইটস্‌ ২০১১

২০১১ সালটা আমার জন্য পরিবর্তনের বছর। এক বছর আগের জীবনের সাথে আমার বর্তমান জীবনের কোন মিলই নাই। বিশাল পরিবর্তনের ধাক্কা সামলাতে মাঝে মাঝে হিম্‌শিম্‌ খেয়ে যাই; আবার কখনো মনে হয় এই বেশ ভাল আছি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি বেশ আমি আর সেই ছোট্টটি নেই। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছি। ঘরে বাইরে অনেক মানুষের মন যুগিয়ে  চলতে হচ্ছে। একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি কি? অতঃপর ২০১১ হাইলাইটস্‌ ; অবশ্যই বুলেট পয়েন্টসে। (আজকাল পূর্ণ বাক্য লিখতে পারি না  :p) ছাত্রজীবনের ইতি। সেই সাথে প্রিয় ডেনটন শহর, বন্ধু,  কলেজ ছেড়ে যাওয়া। ভূটান ভ্রমণ। অসাধরণ সুন্দর এক পাহাড় ঘেরা, আশ্চর্‍্য সহজ, সরল আর বন্ধুত্বপরায়ণ দেশ। বাগ্‌দান; অতঃপর long distance relationship এর টানাপোড়ন।  নতুন করে অনেক কিছুর সাথে মানিয়ে নেওয়া। প্রথম চাকুরি। সেই সুবাদে সম্পূর্ণ অচেনা হিউস্টোন শহরে একলা বসবাস শুরু। নাগরিকত্ব পরিবর্তন।

New Years Resolution 2012

Get back in shape To do : work out Stop doing: eating junk foods out of boredom  Make local friends To do : Start socializing, going to parties, join groups Stop doing: Sitting on couch watching TV Get a tattoo Travel Europe start masters