সদ্য নারী মহলে ভীষণ জনপ্রিয় এক ব্যাচেলরকে স্বামী বানানো - বান্ধবীকে প্রশ্ন করলাম -
আচ্ছা তুমি কী ভাইয়াকে, অন্য ভাবী/ বান্ধবীদের সাথে গল্প করলে বকা দাও?
- অবশ্যই
এটা শুধু ছেলে- মেয়ে বন্ধুত্বের ক্ষেত্রেই নয়, সেইম সেক্স বন্ধুত্বের ক্ষেত্রেও প্রযোজ্য।
মনে করুন, রুমা ও সোমা দারূণ বন্ধু। রোজ দেখা বা কথা না হলে কারো পেটের ভাত হজম হয় না টাইপ। রুমার আগে বিয়ে হয়ে গেল। সোমা লক্ষ্য করলো রুমার প্রায়োরিটি বদলে গিয়েছে। তার কথা বার্তাও গিন্নীবান্নি হয়ে গিয়েছে। আস্তে আস্তে সোমার সাথে দুরত্ব বাড়তে থাকলো। আবার সোমার বিয়ের সময় রুমা খুবই কাছে চলে এলো । বউ সাজানো, শ্বশুড়বাড়ির সবাইকে ম্যানেজ করা , বাসর রাত সব কিছু নিয়েই তাদের কথা হতে লাগলো। আবার আগের মত একসাথে আড্ডাবাজি, ঘোরাঘুরি করতে শুরু করলো। স্বামীদের কাছ থেকে তেমন উতসাহ না পেলেও রুমা -সোমা মাস্টার প্ল্যান ফেঁদে বসলো কক্সবাজার বেড়াতে যাওয়ার ।
দেখা গেল রুমা ও সোমার স্বামীরা একে , অপরকে খুব একটা পছন্দ করছে না। তাদের এখন রোজ কথা হলেও দেখা প্রায় হয় না বললেই চলে। রুমার স্বামী চায় তার বন্ধুদের আড্ডায় রুমাকে নিয়ে যেতে; রূমা সোমাদেরও আসতে বলে। কিন্তু সোমার স্বামী খুব একটা পছন্দ করে না। তাই প্রথমে দু- একবার এলেও , সোমা আজকাল এটা সেটা বলে পাশ কাটিয়ে যায় ।
এর মাঝে রুমা মা হল; এখন তার সব কথাই এখন শুরু ও শেষ হয় "আমাদের বাবুটা দিয়ে... "
সোমা যে তাকে তার প্রোমশনের সুখবরটা জানালো , রুমা খুবই দায়সারা ভাবে তাকে অভিনন্দন জানালো। রুমা - সোমার দূরত্ব আবার বাড়তে লাগলো।
একইভাবে রুমন-সুমনের বন্ধুত্বও পাল্টে যায় নানা জীবন অভিজ্ঞতায়।
এভাবেই জীবনের নানা পরিবর্তনের সাথে সাথে বন্ধুত্বের ধরণ পালটে যায়। নতুন বন্ধু আসে। পুরানো বন্ধু হারিয়ে যায়। বন্ধু যেমনই হোক , তাকে ছাড়া জীবন পুরাই পানসে্. .
প্রথম প্রকাশ : আমরা বন্ধু ফেব্রুয়ারী ২২, ২০১২
Comments
Post a Comment