কচু ভালোবাসো আমায়'
আমার লগে কর অভিনয়...
জানি তুমি, চক্ষু দু’টা বাইন্ধ্যা রাখস্ সামনের বাড়ির জানালায়।।
ফাজিল মাইয্যার নাম কি জানি,
শিবানী না কি সর্বানী,
মাইয্যার চোখে মুখে জ্বলে রাশি রাশি শয়তানি।
রাশি রাশি শয়তানি রে…
ইশারাতে চলতাছে চলুক,
লোকে বলতাসে বলুক।
আমার সংসারে যদি আগুন জ্বলে তবে,
রিপোর্ট করব চাচার থানায়,
প্রেম কর বইয়া জেলখানায়।
মনে রাইখো এই কথাটি, প্রেম কইরা করস বিয়া,
তোমের ঘরে আইলাম আমি, সব কিছু ছাইরা দিয়া,
সব কিছু ছাইরা দিয়া হায়!!
সেই মনুমেন্টের নিচে বইয়া, ফুচুফুচু কথা শুনাইয়া,
আও গ্রাম ঘাটের ধারে, প্রথম প্রেমের কবিতা পইড়া,
আমারে পাগোল বানাইলেও, পরাণ হয় পাগোল,
উঁকিঝুকি মাইরো না আর, ছিঃহ্!!
এ সকল কি তোমার মানায়??
Excuse Me !
ReplyDeleteMay I know whose area's local language is this. It was so sweet...