জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ
যতই দেখি তারে ততই দহি
আপনো মনো জ্বালা নিরবে সহি ,
তবু পারিনে দুরে যেতে, মরিতে আশে
লহিবো বুক পেতে অননও বান।
জেনে শুনে বিষ করেছি পান
আমি জেনে শুনে বিষ করেছি পান ।
যতই হাসি দিয়ে দহনও করে
ততই বাড়ে তৃষা প্রেমেরও তরে -
প্রেমও অমৃত ধারা যতই যাচি
ততই করে প্রাণে অশনি দ্বান।
আমি জেনে শুনে বিষ করেছি পান
প্রাণেরও আশা ছেড়ে সপেঁছি প্রাণ
আমি জেনে শুনে বিষ করেছি পান ।
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমি জেনে শুনে বিষ |
আজকে আমার আমেরিকা জীবনের চার বছর পূর্ণ হল। আমেরিকা বা বাংলাদেশ কোনটাই আমার কাছে বিষ নয় বরং গলার মাঝে আটকে থাকা বাষ্পের মত। এই বাষ্প কখনো আমেরিকা; আবার কখনো বাংলাদেশ। বড় অদ্ভূত এই টানা পোড়ন - ঠিক এই গানটার মত।
congratulation on your 4th anniversary..!!!
ReplyDeleteThanks :-)
ReplyDelete