তুমি আমি হেঁটে যাই পাশাপাশি
সমান্তরাল রেল লাইনের মত;
হয়তো আবার দেখা হবে শূণ্যে অথবা অসীমে
যেখানে শোনা যায় না
হদয় ভাঙ্গার আর্তনাদ;
যাহা চাই তাহা ভুল করে চাই ...যাহা পাই তাহা চাই না।
পাশ করার পর মনে হয়েছিলো , আমি চাইলে আকাশ ছুঁতে পারি। আকাশের মেঘ গুলো আমার পায়ে লুটায়। আমি তারো উপরে। নিজের পছন্দের ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে ক্ষমতাশীল দলের হয়ে কাজ শুরু করেছিলাম। আমেরিকার তৈল রাজধানী হিউস্টোনে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। তরুণ কর্মজীবীদের জন্য আদর্শ শহর। স্বপ্ন সত্যি করার মত যোগত্যা আমার আছে। তিন মাসের মধ্যে আনেক অভিজ্ঞ লোকওকে ডিঙ্গিয়ে প্রোমোশনো পেয়ে গেছি। হয়তো এখানেই থেকে যেতে হবে আরো কিছুদিন।
এরমাঝে ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমি থেকে আমরা হয়েছি। চাইলেই নতুন শহরে আবাস গড়ার বিলাসিতা হারিয়ে গেছে। ঢুকে গেছে অনেক হিসাব নিকাশ, ভালো মন্দ। পুরনো শহরে ফেরত যাওয়ার ইচ্ছা অনেক ... কিন্তু সম্ভবনা কম।
সময় গুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে। একটা সমস্যার সমাধানের হাত ধরে পরের সমস্যা এসে হাজির হচ্ছে। জীবনের রিলে রেসে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত লাগে আজকাল।
আমি অল্পতেই চমকে উঠি। সেদিন কেনা কাটা করতে গিয়ে আয়নায় দেখি একজন
অনেক ভাবনা চিন্তার পর হিউস্টোনেই থিতু হওয়ার সিদ্ধান্ত নিলাম। অন্তত আগামী এক বছরের জন্য। প্রথম তিন মাস অফিসই থাকা পরার বন্দোবস্ত করে দিয়েছিলো। তাই আমার গায়েও টুরিষ্ট গন্ধ লেগে ছিলো। কাজ করি , ঘুড়ে বেড়াই, কেনাকাটা করি। পাকাপাকি ভাবে থাকতে গিয়েই দেখি ঝামেলা। বাসা ঠিক করা। আসবাবপত্র কেনা।
সমান্তরাল রেল লাইনের মত;
হয়তো আবার দেখা হবে শূণ্যে অথবা অসীমে
যেখানে শোনা যায় না
হদয় ভাঙ্গার আর্তনাদ;
যাহা চাই তাহা ভুল করে চাই ...যাহা পাই তাহা চাই না।
পাশ করার পর মনে হয়েছিলো , আমি চাইলে আকাশ ছুঁতে পারি। আকাশের মেঘ গুলো আমার পায়ে লুটায়। আমি তারো উপরে। নিজের পছন্দের ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে ক্ষমতাশীল দলের হয়ে কাজ শুরু করেছিলাম। আমেরিকার তৈল রাজধানী হিউস্টোনে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। তরুণ কর্মজীবীদের জন্য আদর্শ শহর। স্বপ্ন সত্যি করার মত যোগত্যা আমার আছে। তিন মাসের মধ্যে আনেক অভিজ্ঞ লোকওকে ডিঙ্গিয়ে প্রোমোশনো পেয়ে গেছি। হয়তো এখানেই থেকে যেতে হবে আরো কিছুদিন।
এরমাঝে ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমি থেকে আমরা হয়েছি। চাইলেই নতুন শহরে আবাস গড়ার বিলাসিতা হারিয়ে গেছে। ঢুকে গেছে অনেক হিসাব নিকাশ, ভালো মন্দ। পুরনো শহরে ফেরত যাওয়ার ইচ্ছা অনেক ... কিন্তু সম্ভবনা কম।
সময় গুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে। একটা সমস্যার সমাধানের হাত ধরে পরের সমস্যা এসে হাজির হচ্ছে। জীবনের রিলে রেসে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত লাগে আজকাল।
আমি অল্পতেই চমকে উঠি। সেদিন কেনা কাটা করতে গিয়ে আয়নায় দেখি একজন
অনেক ভাবনা চিন্তার পর হিউস্টোনেই থিতু হওয়ার সিদ্ধান্ত নিলাম। অন্তত আগামী এক বছরের জন্য। প্রথম তিন মাস অফিসই থাকা পরার বন্দোবস্ত করে দিয়েছিলো। তাই আমার গায়েও টুরিষ্ট গন্ধ লেগে ছিলো। কাজ করি , ঘুড়ে বেড়াই, কেনাকাটা করি। পাকাপাকি ভাবে থাকতে গিয়েই দেখি ঝামেলা। বাসা ঠিক করা। আসবাবপত্র কেনা।
Comments
Post a Comment