সবকিছু বড্ড বেশী ধোঁয়াশা লাগে আজকাল। পৃথিবী নতুন লাগছে। নাকি আমিই হয়তো বদলে গিয়েছি। কিংবা আমি না সময়টাই বদলে গিয়েছে। গতকাল একটা ফর্ম পূরণ করতে গিয়ে খেয়াল করলাম বয়সের ঘরটা্র পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে আরো অনেক কিছুই।
সবাই সেমেষ্টার ফাইনাল পরীক্ষার জন্য পড়ছে। আমার স্কুল নেই, বই নেই, পরীক্ষা নেই। কখনো ভাবিনি পরীক্ষা নেই বলে অফসোস করবো !!! হয়তো আমিই বদলে গিয়েছি অনেক বেশি। জীবনে এসে পড়েছে অনেক দায়িত্ব। অচেনা কিছু মানুষ নতুন সম্পর্কের টানে আপন হয়ে উঠেছে; আবার আপন কিছু মানুষ অদ্ভূত নির্লিপ্ততায় দূরে সরে গেছে। স্বতঃস্ফূর্ত জীবনের মাঝে ঢুকে গিয়েছে হিসাব নিকেশ, অনেক প্রত্যাশা আর হতাশা।
আর ঠিক এক সপ্তাহ পরে চলে যাচ্ছি নতুন একটা শহরে। অনিশ্চিত জীবনে। আবার কখনো হয়তো ফিরে আসবো এই চেনা শহরে, কিন্তু তখন কী আজকের চেনা মানুষ গুলো এমনই থাকবে??
সব পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা করতে গিয়ে যেন তলিয়ে যাচ্ছি।
সবাই সেমেষ্টার ফাইনাল পরীক্ষার জন্য পড়ছে। আমার স্কুল নেই, বই নেই, পরীক্ষা নেই। কখনো ভাবিনি পরীক্ষা নেই বলে অফসোস করবো !!! হয়তো আমিই বদলে গিয়েছি অনেক বেশি। জীবনে এসে পড়েছে অনেক দায়িত্ব। অচেনা কিছু মানুষ নতুন সম্পর্কের টানে আপন হয়ে উঠেছে; আবার আপন কিছু মানুষ অদ্ভূত নির্লিপ্ততায় দূরে সরে গেছে। স্বতঃস্ফূর্ত জীবনের মাঝে ঢুকে গিয়েছে হিসাব নিকেশ, অনেক প্রত্যাশা আর হতাশা।
আর ঠিক এক সপ্তাহ পরে চলে যাচ্ছি নতুন একটা শহরে। অনিশ্চিত জীবনে। আবার কখনো হয়তো ফিরে আসবো এই চেনা শহরে, কিন্তু তখন কী আজকের চেনা মানুষ গুলো এমনই থাকবে??
সব পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা করতে গিয়ে যেন তলিয়ে যাচ্ছি।
Comments
Post a Comment