আমি ভয়াবহ সিনিয়ারোটাইটিস রোগে আক্রান্ত। পরীক্ষা, প্রজেক্ট, ডেডলাইন কোন কিছুই আর বিচলিত করে না। পড়ার টেবিলে বসে দুনিয়ার সব বিষয়ে চিন্তা শুরু করি। বর্তমান চিন্তা - প্রায় সব বাংলা ছায়াছবিরই একটা করে ইংরেজী নাম থাকে। যেমন –“ সোনার নাও পবনের বৈঠা” ছবির ইংরেজী নাম “The innocent boatman” । ডিকন্সট্রাকশন থিওরি পড়তে বসে মনে হল- ইংরেজী ছবির বাংলা নাম রাখলে কেমন হয়?
- Shutter Island – আমি উন্মাদ; আপনি কী সুস্থ?
- The Matrix – সবুজ কোট কালো চশমা
- Juno – কাঁচা বাশেঁ ঘুণ
- Live free or die hard – খাইছি তোরে
- Terminator - মেশিন ম্যান
- Inception - ভাবে মন অকারণ
- Salt – বস্তির রানী সুরাইয়া
- The Expendables – আজরাইলের ভালবাসা
- The Aviator – উড়ে যায় বক পক্ষী
- Titanic – প্রেমের মরা জলে ডোবে না
- 2012 – কেয়ামত থেকে কেয়ামত
- The other Boolean girl – স্বামী নিয়ে যুদ্ধ
- High school musical – মন বসে না পড়ার টেবিলে
- Twilight - জ়্বীনের বাদশাহ্ সরফারাজ
- X-men – চন্দ্রবিন্দু মানব
- Forgetting Sarah Marshall – মনের মাঝে তুমি
- Face off – ছিল্লা কাইট্টা লবণ লাগায় দিমু
- Living Las Vegas - কষ্টে আছে আইজুদ্দিন
- The Iron man - নাহ ! এটার কোন যুতসই বাংলা নাম মাথায় আসছে না। তবে পাঠকের জন্য বোনাস ক্লিপ্স্
Comments
Post a Comment