বস্টোনে একটা নামকরা কোম্পানিতে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের সুযোগ পেয়েছি। কাজটা খুবই ইন্টারেস্টিং। ইউজার ইন্টারফেসের (U.I) উপর। আমার আগ্রহটা ও দিকেই। বিজনেস এন্যালাইসিস অ্যান্ড ইউজার ইন্টারফেস ডেভেল্পমেন্ট।
কিন্তু যাব কিনা বুঝতে পারছি না। বস্টোন যাওয়ার পক্ষের যুক্তি হল
কিন্তু যাব কিনা বুঝতে পারছি না। বস্টোন যাওয়ার পক্ষের যুক্তি হল
- কাজটা আমার পছন্দের
- মাল্টাই বিলিওনিয়ার কিন্তু প্রাইভেট ওনড কোম্পানি । পাশ করার পর ভালো সুযোগ পাওয়া যেতে পারে।
- টেক্সাসের গরম থেকে মুক্তি
- বুঝে গিয়েছি ভেরাইযোনকে ছাড়ার সাহস আমার হবে না। যদি আমি বস্টোনে যাই, তবে আমার শেষ সেমিষ্টারটা আর ১০টা কলেজ ছাত্রের মত উপভোগ করতে পারব।
- নতুন চাকরি, নতুন পরিবেশ, নতুন শহরের এক্সাইটমেন্ট
- বাসা ঠিক করা, নিজের গাড়িহীন জীবন
- আমার টেক্সাসের বাসার লিজ্ আগস্ট পর্যন্ত, সেই ডেমারেজ
- সামারে একটা ক্লাস নিবো ভেবেছিলাম, সেটা হবে না। শেষ সেমিষ্টারে ১২ আওয়ারই নিতে হবে।
- পুরানো চাকরি কিন্তু অল্প আওয়ার।
- চেনা পরিবেশ, নিরাপদ জীবন
Comments
Post a Comment