আমি কোন বিখ্যাত মানুষ নই। বড় মানুষ নই। আমি না থাকলে পৃথিবীর কিছুই এসে যায় না। তবে আজকাল কেন যেন খুব বড় হতে ইচ্ছা করে। মনে হয় কিছু একটা করে ফেলি।
এই গ্রীষ্মে ইতিহাস ক্লাস নিলাম। অনলাইনে। তাই খাটুনি ২গুন। সারাদিন অফিস করে পড়তে ইচ্ছা করে না। তবে একবার পড়া শুরু কলে গল্পের মতই পোড়ে যাওয়া যায়। কিন্তু আমি কিছুই পারিনা। পড়তে মজা লাগলেও, পরীক্ষার সময় মাথা ফাঁকা লাগে। গুগোল করে আর কত পার পাওয়া যায়?
মানব জাতির ইতিহাস যেকোন হাই প্রোফাইল এ্যকশান ম্যুভির চেয়ে কোন অংশে কম আকর্ষনীয় নয়। পোকাহান্টাস, জোয়ান অব আর্ক, হেনরি ৮ম, উইলিয়াম, মেরির কাহিনী পড়তে পড়তে আমি যেন হারিয়ে যাই ষোড়শ শতাব্দীতে। আমারও ইচ্ছা করে পৃথিবী বদলে দিতে।
নিচের ছবিটা মেট্রোপলিটন আর্ট অব নিউইযর্ক থেকে তোলা । খুবই ভয়ানক একটা ছবি। কেন যেন ছবিটা মাথা থেকে মুছতে পারছি না।
এই গ্রীষ্মে ইতিহাস ক্লাস নিলাম। অনলাইনে। তাই খাটুনি ২গুন। সারাদিন অফিস করে পড়তে ইচ্ছা করে না। তবে একবার পড়া শুরু কলে গল্পের মতই পোড়ে যাওয়া যায়। কিন্তু আমি কিছুই পারিনা। পড়তে মজা লাগলেও, পরীক্ষার সময় মাথা ফাঁকা লাগে। গুগোল করে আর কত পার পাওয়া যায়?
মানব জাতির ইতিহাস যেকোন হাই প্রোফাইল এ্যকশান ম্যুভির চেয়ে কোন অংশে কম আকর্ষনীয় নয়। পোকাহান্টাস, জোয়ান অব আর্ক, হেনরি ৮ম, উইলিয়াম, মেরির কাহিনী পড়তে পড়তে আমি যেন হারিয়ে যাই ষোড়শ শতাব্দীতে। আমারও ইচ্ছা করে পৃথিবী বদলে দিতে।
নিচের ছবিটা মেট্রোপলিটন আর্ট অব নিউইযর্ক থেকে তোলা । খুবই ভয়ানক একটা ছবি। কেন যেন ছবিটা মাথা থেকে মুছতে পারছি না।
Comments
Post a Comment