Skip to main content

নানা রঙের দিনগুলি ৪

চুল আমার হল না তো বিদিশার নিশা
আমার চুল কোন কালেও বিদিশার নিশা টাইপ ছিল না। বরং অনেকের মতেই

আমার চুল, দেখে নাকি হয় ভুল
চুল তো নয়,এ যেন বটের মূল

কিন্তু এখন আমার কোমর পর্যন্ত না হলেও পিঠ ছাপানো চুল। এই গরমে এত্ত লম্বা চুল কিছুতেই বাধ্য থাকছে না। তো ভাবলাম, খুব ফ্যাশানেবল, বোল্ড কিছু করব।দু' সপ্তাহ ধরে, পড়াশোনা বাদ দিয়ে নানা হেয়ার স্টাইল ওয়েবসাইট ঘেঁটে ঠিক করলাম কিভাবে কাটাবো, কেমন স্টাইল করবো। কিন্তু সেলুনে গিয়ে কেমন যেন মায়া লাগলো। কিছুতেই কাটাতে পারলাম না। কেবল হাইলাইট করলাম খানিকটা।
তো আপাতত সেই যথা পূর্বং তথা পরং :(



Chasing Cloud Number 9
অফিসের জন্য বেরুবো , ঠিক এমন সময় শুরু হল প্রচন্ড বৃষ্টি। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? ভেবে পথে নেমে পড়লাম। বাসা থেকে গাড়ি পর্যন্ত যেতেই অর্ধেক ভেজা সারা। ছাতাটাও বাতাসের ঝাপ্টায় গেলো উলটে। যখন দেখলাম আমার নতুন জিনি ব্রানিনি (Giani Bernini ) পার্সটা ভিজে সারা। Thats it rain, I 'm taking you down. It was raining so hard that I couldn't see 2 feet at front. The noise of the rain on my windshield drove me nuts. The lightening seems to hit me. I put loud rock music on and started going 90 on 60. I literally chasing the clouds, trying to get away from all this rain.My car was shaking, people thought I was nuts.
I was scared to death. It was fun though. Now I know , why people go chase tornadoes.

Quiz Quiz
I Became addicted to Facebook (FB) quizzes. I think I took more than 30 quizes in last couple of days. It all started, when I decided to make a FB app. So I tried to do some RnD on some existing apps. Not to mention, I didn't get to make it :)

আর কুইজের রকমের ও কোন শেষ নাই। আমার কি রকম আইস্ক্রীম পছন্দ থেকে শুরু করে, আমি কবে মারা যাব সব আছে। এর মধ্যে আমিও একটা কুইজ বানিয়ে ফেললাম। "How well do you know Radiya?". So far, the results are pretty disappointing. People don't know me at all. Even Rithia made a damn 38%. :(
Actually there comes the classic tell of how one wants to project his/herself Vs how he/she really is and how people wants to see him/her.

There was one question Which Disney character am I? Most of the people chose Mulan or Pocahontas . Though Its true, I am a strong independent woman but , in my mind I'm a Rapunzel wants to be rescued.

Same goes to my MBTI test results. Its the projection vs perception.






Desi Night

Went to the Desi night after 2 years. This time I didn't have under 21 band on my hand and a pair of eyes on my shoulders. Alls equal fabulous time dancing and having fun. I think I still having Restless Leg Syndrome (RLS) from last night.

I tried Hukkah for the first time. I couldn't breathe the smoke out; chocked couple of time and gave up. Brushed my teeth 3 times, I can still smell it. My hair also smelled like hukkah. I 'm feeling my lung got smaller and cant breathe.






Stock Exchange

I bought my 1st stock this morning. নিজেকে অনেক বড় আর দায়িত্ববান মনে হচ্ছে। :)

Comments

  1. about that fb thingy...i just didnt check the right answers, because i know how you love to project yourself as unpredictable :p

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

টোনা টুনির গল্প

এক দেশে ছিলো এক টোনা আর এক টুনি। এক ছুটিরদিন সকালে টোনা, টুনিকে ডাকিয়া কহিল -“টুনি ভাপা পিঠা খাওয়ার শখ হইতেছে।” শুনিয়া টুনি ফ্রিজ খুলিয়া দেখিল, কেবল শুকনো রুটি আর পনির পড়িয়া আছে। টুনি বলিল – -“ফ্রীজে কিছুই নাই। বাজার হইতে ভাপা পিঠা রাধিঁবার সরঞ্জাম লইয়া আস। - টোনা শুধায় “কি কি লাগিবে ফর্দ দাও।” টুনি পড়িল মহা চিন্তায়, ভাপা পিঠা কি উপায়ে রাধেঁ , কি কি লাগে সবই তো তার অজানা। ভাবিতে ভাবিতে ঘরের কোণায় যত্ন করিয়া রাখা দেশ বিদেশের পিঠা বইখানি টানিয়া লইলো। তাহা হইতে যাহা যাহা দরকার সব লিস্ট করিয়া টোনাকে দিয়া বলিল – “তাড়াতাড়ি এইসব লইয়া আস।” বিরস মুখে বাজারের থলি হাতে টোনা বাহির হইল। টুনি ভাবে, মায়ের কাছ থেকে ভাল উপায়ে ভাপা পিঠা রন্ধন প্রনালী শিখিয়া নেয়া দরকার। মাকে ফোন করিয়া ঘটনা জানাইতেই তিনি টোনার উপর যারপর নাই চটিয়া গিয়া কহিলেন- -“টোনা তাহার কন্যা কে পাহিয়াছে কি? ছুটির দিনেও রান্নাঘর থেকে ছুটি দিতেছে না।” অবস্থা বেশি সুবিধার না আঁচ করিয়া টুনি ফোন রাখিয়া দিয়া ভাবিল শ্বাশুড়িমাতার কাছ থেকেই না হয় শিখিয়া লওয়া যাক। ঘটনা শুনিয়া শ্বাশুড়িমাতা “টোনার দুর্ভাগ্যের জন্য যারপর নাই দুঃখ প্রকাশ করি...

হাড়ে হাড়ে চিনি তোমায়...

হাড়ে হাড়ে চিনি তোমায় কচু ভালোবাসো আমায়' আমার লগে কর অভিনয়... জানি তুমি, চক্ষু দু’টা বাইন্ধ্যা রাখস্‌ সামনের বাড়ির জানালায়।। ফাজিল মাইয্যার নাম কি জানি, শিবানী না কি সর্বানী, মাইয্যার চোখে মুখে জ্বলে রাশি রাশি শয়তানি। রাশি রাশি শয়তানি রে… ইশারাতে চলতাছে চলুক, লোকে বলতাসে বলুক। আমার সংসারে যদি আগুন জ্বলে তবে, রিপোর্ট করব চাচার থানায়, প্রেম কর বইয়া জেলখানায়। মনে রাইখো এই কথাটি, প্রেম কইরা করস বিয়া, তোমের ঘরে আইলাম আমি, সব কিছু ছাইরা দিয়া, সব কিছু ছাইরা দিয়া হায়!! সেই মনুমেন্টের নিচে বইয়া, ফুচুফুচু কথা শুনাইয়া, আও গ্রাম ঘাটের ধারে, প্রথম প্রেমের কবিতা পইড়া, আমারে পাগোল বানাইলেও, পরাণ হয় পাগোল, উঁকিঝুকি মাইরো না আর, ছিঃহ্‌!! এ সকল কি তোমার মানায়??

ভাবনাগুলো এলোমেলো

সবকিছু বড্ড বেশী ধোঁয়াশা লাগে আজকাল।  পৃথিবী নতুন লাগছে। নাকি আমিই হয়তো বদলে গিয়েছি। কিংবা আমি না সময়টাই বদলে গিয়েছে। গতকাল একটা ফর্ম পূরণ করতে গিয়ে খেয়াল করলাম বয়সের ঘরটা্র  পরিবর্তন হয়েছে।  বদলে গিয়েছে আরো অনেক কিছুই। সবাই সেমেষ্টার  ফাইনাল পরীক্ষার জন্য পড়ছে। আমার স্কুল নেই, বই নেই, পরীক্ষা নেই। কখনো ভাবিনি পরীক্ষা নেই বলে অফসোস করবো !!! হয়তো আমিই বদলে গিয়েছি অনেক বেশি। জীবনে এসে পড়েছে অনেক দায়িত্ব। অচেনা কিছু মানুষ নতুন সম্পর্কের টানে আপন হয়ে উঠেছে; আবার আপন কিছু মানুষ অদ্ভূত নির্লিপ্ততায় দূরে সরে গেছে।  স্বতঃস্ফূর্ত জীবনের মাঝে ঢুকে গিয়েছে  হিসাব নিকেশ, অনেক প্রত্যাশা আর  হতাশা। আর ঠিক এক সপ্তাহ পরে চলে যাচ্ছি নতুন একটা শহরে।  অনিশ্চিত জীবনে।  আবার কখনো হয়তো ফিরে আসবো এই চেনা শহরে, কিন্তু তখন কী আজকের চেনা মানুষ গুলো এমনই থাকবে?? সব পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা করতে গিয়ে যেন তলিয়ে যাচ্ছি।