বছরের প্রথমে আমি খুব উত্সাহ নিয়ে রাশিফল দেখি। নতুন বছরটা কেমন যাবে, বিদেশ গমন, নতুন চাকুরি অথবা বিবাহ ভাগ্য কেমন জানতে বেশ মজা লাগে। যদিও কখনই সত্য হয়না। তাতে আমের আগ্রহের কোন কমতি হয় না।
আমার রাশি কুম্ভ। আশ্চর্যজনক ভাবে ভবিষ্যত না মিললেও, গুনপনা গুলো আমার সাথে ভালই মেলে। কেবল ভাল গুলোই না খারাপ গুলোও মিলে। শুধু তাই না ভালো –মন্দ লাগাও বেশ মিলে। যেমন কুম্ভ রাশির মানুষরা সৎ আর স্বাধীন হয়ে থাকে। আমিও নিজেও তাই। আবার তারা খুবই অনাকর্ষনীয় আর আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। আমি প্রায়ি এমন সব কাজ করি যে নিজেই ভীষন অবাক হয়ে যাই।
যা হোক লিখতে চেয়েছিলাম নিজের অহেতুক সংস্কার নিয়ে। আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি বেশ ভালই কুসংস্কার আচ্ছন্ন। কোনটাই তেমন ভয়াবহ না, তবুও বিজ্ঞান পড়া কারো তুলনায় মনে হয় একটু বেশীই।
• বাসা থেকে বের হওয়ার সময় বাধাঁ পেলে, একটুখানি বসে তারপর বের হওয়া। এর একটা আধা বৈজ্ঞানিক ব্যাখা বার করেছি – বাধাঁটা পাওয়া হয় সাধারনত দরকারী কিছু নিতে ভুলে যাওয়া। যেটা অন্যমনষ্কতার কারনে, তখন তো একটু ধাতস্থ হয়ে বার হয়াওয়াই ভাল।
• একলা পাখি (শালিক) দেখলে দিন খারাপ যায়। যদিও বহুবার এর ব্যতিক্রম হয়েছে; তবুও কেন যেন- একলা পাখি দেখলেই অকারন মন খারাপ লাগে।
• পরীক্ষার আগে ডিম খেলে, পরীক্ষায় খারাপ হয়। এরও একটা আধা বৈজ্ঞানিক ব্যাখা বার করেছি – ডিম হল প্রোটিন, যা গুরুভোজন পর্যায় পরে, এতে মাথায় অক্সিজেনের সরবারহ কমে যায়।
• কোন পোষাক পরে দেয়া পরীক্ষা খারাপ হলে বা দিন খারাপ গেলে- সেটা আর না পরা। নিতান্তই কুসংস্কার। কোনই কারন নাই।
tomar lekha porte khoob moja lagche ... add the "Followers" gidget so that I can follow your blog :)
ReplyDeleteThanks Sumaiya Apu...
ReplyDeleteAdd kore dilum :-)