এ সপ্তাহের ৩টা পরীক্ষা । সবক'টার ই প্রস্তুতি যাচ্ছেতাই। ভেবেছিলাম সপ্তাহান্তে বই নিয়ে বসবো। কিন্তু হল আর কই। এখন রবিবার রাত। কালকে ২ টা পরীক্ষা। জাভাটাতে হয়তো কোন্ রকমে উত্রে যাব। কিন্তু ম্যানেজমেন্টের অবস্থা যে কি হয় আল্লাহ মালুম।
তার উপর সকালে উঠে এক বিব্রতকর ই-চিঠি পেলাম। গতকাল মার সাথে কথা বলতে বলতে ছবি পাঠাচ্ছিলাম। বাবার ই-মেলের পরিবর্তে আরিফ ভাইইয়ের ই-মেলে পাঠিয়েছি। :(
সকালে তার খুব চিন্তিত ই-মেল পেলাম।
হায়রে কপাল!!!
৩ কাপ কফি খেয়েও চোখ কোলা রাখতে পারছি না। প্রচন্ড ঘুম পাচ্ছে। অথচ আজকে সারা রাত পড়ার প্ল্যান।
আমার কি হবে?? সবকিছু ছেড়েছুড়ে Mexico যেতে ইচ্ছা করছে। কাল রাতে পড়া বাদ দিয়ে Mexico cruz এর ডীল খুঁজলাম। বেশী না মোটামোটি ৩০০ টাকার মধ্যে ৭ দিনের ক্রুজ সম্ভব।
কিন্তু ভালি জানি আমার কোথাও যাওয়া হবে না।
ধুর!!!
আর ভালো লাগে না।
তার উপর সকালে উঠে এক বিব্রতকর ই-চিঠি পেলাম। গতকাল মার সাথে কথা বলতে বলতে ছবি পাঠাচ্ছিলাম। বাবার ই-মেলের পরিবর্তে আরিফ ভাইইয়ের ই-মেলে পাঠিয়েছি। :(
সকালে তার খুব চিন্তিত ই-মেল পেলাম।
হায়রে কপাল!!!
৩ কাপ কফি খেয়েও চোখ কোলা রাখতে পারছি না। প্রচন্ড ঘুম পাচ্ছে। অথচ আজকে সারা রাত পড়ার প্ল্যান।
আমার কি হবে?? সবকিছু ছেড়েছুড়ে Mexico যেতে ইচ্ছা করছে। কাল রাতে পড়া বাদ দিয়ে Mexico cruz এর ডীল খুঁজলাম। বেশী না মোটামোটি ৩০০ টাকার মধ্যে ৭ দিনের ক্রুজ সম্ভব।
কিন্তু ভালি জানি আমার কোথাও যাওয়া হবে না।
ধুর!!!
আর ভালো লাগে না।
Comments
Post a Comment