আজকে আমার পৌনে ৪ পাঊন্ড ওজনের java বইটা অফিসে আনলাম। কিন্তু লগইন করতেই দেখি ১৭ টা স্টার রিকোস্ট আমার জন্য অপেক্ষা করছে। সাথে আছে আগের পেন্ডিং ৮ টা। :'-(
সকাল থেকে পটাপট ৬ টা push করে ফেললাম। এখন আর ভাল লাগছে না। do not disturb সাইন টা অন করে দিব না কি ভাবছি।
কিন্তু প্রাসানা এখনো অফেসে, তাই সেটা করা মনে হয় উচিত হবে না। মানুশ কেন যে জা খুশী তাই করতে পারে না !!!
এ্যান্ডিকে গুনে গুনে ৫ টা চড় লাগিয়ে (হোক না মনে মনে) একটু শান্তি শান্তি লাগছে। বাংলাতে ব্লগিং করার এটা তো চরম ভাল দিক। ইচ্ছা মত গাল্মন্দ করা যায়।
হিঃ হিঃ
চাঙ্কু ভাষায় করতে পারলে মনে হয় আরও ভাল লাগতো!!!
সকাল থেকে পটাপট ৬ টা push করে ফেললাম। এখন আর ভাল লাগছে না। do not disturb সাইন টা অন করে দিব না কি ভাবছি।
কিন্তু প্রাসানা এখনো অফেসে, তাই সেটা করা মনে হয় উচিত হবে না। মানুশ কেন যে জা খুশী তাই করতে পারে না !!!
এ্যান্ডিকে গুনে গুনে ৫ টা চড় লাগিয়ে (হোক না মনে মনে) একটু শান্তি শান্তি লাগছে। বাংলাতে ব্লগিং করার এটা তো চরম ভাল দিক। ইচ্ছা মত গাল্মন্দ করা যায়।
হিঃ হিঃ
চাঙ্কু ভাষায় করতে পারলে মনে হয় আরও ভাল লাগতো!!!
Comments
Post a Comment