বছরের প্রথমে আমি খুব উত্সাহ নিয়ে রাশিফল দেখি। নতুন বছরটা কেমন যাবে, বিদেশ গমন, নতুন চাকুরি অথবা বিবাহ ভাগ্য কেমন জানতে বেশ মজা লাগে। যদিও কখনই সত্য হয়না। তাতে আমের আগ্রহের কোন কমতি হয় না। আমার রাশি কুম্ভ। আশ্চর্যজনক ভাবে ভবিষ্যত না মিললেও, গুনপনা গুলো আমার সাথে ভালই মেলে। কেবল ভাল গুলোই না খারাপ গুলোও মিলে। শুধু তাই না ভালো –মন্দ লাগাও বেশ মিলে। যেমন কুম্ভ রাশির মানুষরা সৎ আর স্বাধীন হয়ে থাকে। আমিও নিজেও তাই। আবার তারা খুবই অনাকর্ষনীয় আর আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। আমি প্রায়ি এমন সব কাজ করি যে নিজেই ভীষন অবাক হয়ে যাই। যা হোক লিখতে চেয়েছিলাম নিজের অহেতুক সংস্কার নিয়ে। আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি বেশ ভালই কুসংস্কার আচ্ছন্ন। কোনটাই তেমন ভয়াবহ না, তবুও বিজ্ঞান পড়া কারো তুলনায় মনে হয় একটু বেশীই। • বাসা থেকে বের হওয়ার সময় বাধাঁ পেলে, একটুখানি বসে তারপর বের হওয়া। এর একটা আধা বৈজ্ঞানিক ব্যাখা বার করেছি – বাধাঁটা পাওয়া হয় সাধারনত দরকারী কিছু নিতে ভুলে যাওয়া। যেটা অন্যমনষ্কতার কারনে, তখন তো একটু ধাতস্থ হয়ে বার হয়াওয়াই ভাল। • একলা পাখি (শালিক) দেখলে দিন খারাপ যায়। যদিও বহুবার এর ব্যতিক্র...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই।