Skip to main content

Posts

ঘরে ফেরা হয় না

ভাবটা এমন বিদেশ এসে গ্যেছেন বিরাট ফেঁসে তার পরও কেউ কেন জানি ফিরতে নারাজ দেশে। - রোমেন রায়হান আমারিকার সাথে প্রবাসী বাংলাদেশীদের একটা অম্ল-মধুর সম্পর্ক আছে। তারা যেকোনো দেশী আড্ডাতে করুণ মুখে গল্প করবেন- আহা দেশে কত ভাল ছিলাম! সকালে মরজিনা চা বানিয়ে ঘুম ভাঙ্গাতো… সাথে সাথে পাশ থেকে দুচারজন স্বপ্নময় দৃষ্টিতে বলবেন - মায়ের আচার আর পুদিনার চাটনি।সেখান থেকে নিত্য নতুন রেসিপি সংগ্রহ। তখন আমি নতুন এসেছি, ঠিক অভ্যস্ত হয়ে উঠিনি এসব আড্ডাতে। মায়ের সাথে যাই…তাই এসব আলোচনাতে অংশ নেয়ার খুব একটা দরকার পড়ে না। শুধু শ্রোতা হয়ে শেষ রক্ষা হল না, কদিনের মধ্যেই মার কাছে নালিশ আসা শুরু হল, “আপা আপনার মেয়েটা এত্ত অহংকারী…”। এরপরের ঝারির পরিমাণ বলাই বাহুল্য। পরের আড্ডাতে তাই বলেই ফেললাম, তো দেশে ফেরত গেলেই তো হয়? এটা শুনে তারা এমন ভাবে আমার দিকে তাকালেন যেন আমি এই মাত্র অন্য কোন গ্রহ থেকে এইমাত্র আমেরিকাতে অবতরণ করেছি। তারপর যেন আমাকে এ দৃষ্টি থেকে বাঁচাতে সবাই একসাথে বলতে লাগলেন “ দেশে কিভাবে মানুষ থাকে, লোডশেডিং, জ্যাম, ছিনতাই…”। ফিরে আসার পথে ভাবি এত কষ্টের প্রবাসে থাকার জন্য বাঙালী কেন এত উতলা? সবা...

জল চিকিৎসা

কদিন হল প্যাট্রিক খুব খুশী খুশী মুডে আছে, নিশ্চয়ই স্টেফানির সাথে ডেটটা দারুণ হয়েছে। জিজ্ঞেস করতেই বলল- - কোন স্টেফানী? - মর জ্বালা! যার সাথে একটা ডেটের জন্য এমন আদা জল খেয়ে পরেছিলে তার নাম পর্যন্ত মনে পরছে না? ভাল মুডের কারনেই কি না জানি না, এখন আমার খোঁচা প্যাট্রিকের গায়েই লাগলো না। ঊল্টো জানালো সে নাকি দারূণ এক লাইফ কোচের দেখা পেয়েছে; এরপর নাকি অর জীবনের মোক্ষই বদলে গেছে। লাইফ কোচের সাথে আমেরিকানদের সম্পর্ক অনেকটা আমাদের দেশের পীর –ফকির- বাবা দের মত। তবে এরা ঠিক ভুত – ভবিষ্যত বলতে পারে না।তারা জীবনের সহজ সত্যগুলো , সুন্দর করে মনে করিয়ে দেয় , আর বিনিময়ে কাড়ি কাড়ি টাকা নেয়। প্যাট্রিকের এসব খেয়ালের সাথে আমি পরিচিত, তাই খুব একটা পাত্তা দিলাম না। কদিন পরে এসেই বলবে- “ব্যাটা এক নম্বরের জোচ্চোর!” সেদিন আমার ভীষন মাথা ব্যাথা করছে, এরমাঝে ফোনটা টানা বেজে যাচ্ছে। ধরতেই প্যাট্রিকের গলা, দারুণ উত্তেজিত... সে নাকি এক জল চিকিতসা শিখেছে ওর লাইফ কোচের কাছ থেকে, এতে নাকি ডায়াবিটিস থেকে আরম্ভ করে পেটের ব্যাথা পর্যন্ত, সব সারে। সোজা বাংলায় সর্ব রোগের মহা ঔষধ । - তো গুলিস্তানের মোড়ে ক্যানভাসের ব্যাগটা ন...

Living on a Jet Plane

March 03 2006, I left my home country. This was the day, when I had to say good bye to not only my friends and family but also to my homeland, where I grew up and lived 19 years of my life. It was a very emotional moment for me. I can remember the day in every detail. I woke up very early that morning. My cousin came to see me. I could not talk to her. My voice could not reach my throat, everything I had to say, came out from my eyes. I started crying. She was trying to make me calm down but I could not hold my tears. You cannot cry for long. So, we started talking and packing stuff for the departure. My mom cooked some of my favorite dishes for lunch. The whole family had our lunch together. Usually we have some table talk over lunch, but that day nobody seems to incline to talk. Everybody was sad for upcoming departure. I tried to tell some jokes. They laughed at those. But I could clearly see their tears underneath all the laughs. After launch my friends came to say hello and may be...

Nights

I get off from work at late night, around 12 0’ clock. I like to walk home. While walking back home, I have two companion with me, IPOD and enormous night sky. Since I walk down the same way, I like to look above and watch the spectacular night sky. It appears to me different each night. The blue-black heavens dotted with sparkling lights as the darkness enveloped the surroundings, with the shadows of trees breaking the outline of sky and earth to provide a nocturnal piece of art. From my perch on the world, I assumed everyone had this view. I see a different sky every night. Each star is not in a fixed location nightly, nor is the moon the same fullness, nor is the clouds in the same places. The night before was the same canvas with a different painting? If you observe closely you will find the difference very easily. When there is cloud, the night sky turns deep purple. I am sure there is a scientific reason behind this. But I am interested most in its’ heavenly beauty. It looks the ...