Skip to main content

Posts

Showing posts from December, 2012

এলোমেলো দিনলিপি ০৯

চারপাশের সব কিছু  - পরিবেশ, মানুষ, অর্থনীতি খুব দ্রুত পরিবর্তনশীল।  এত্ত পরিবর্তনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছি। কেবন মনে হচ্ছে , পথে যদি একটু তিষ্টোতে পারতাম। এর মাঝে নিজেকে অরগ্যান দাতা হিসাবে তালিকাভুক্ত করলাম। সোনামনির অসুস্থতার পর থেকে মনে হচ্ছে ,  reuse, reduce, recycle. মানুষও হয়তো রি সাইকেল যোগ্য। রি- সাইকেলের কী কোন বাংলা আছে??? পুনঃব্যবহার???? শুনলেই বংগ বাজারের সেকেন্ড হ্যান্ড মার্কেটের কথা মনে হয় !  তবে এখন একটু ভয় লাগছে , সবাই যখন  খুব স্মার্টলি বেহেশতে যাবে ... আমি যাব অরগ্যান ছাড়া। খুব বেশী সুখকর ভাবনা না! কদিন আগে রেডিও তে শুনলাম, অরগ্যান পাওয়ার নিয়ম কানুনে পরিবর্তন আসছে। আগে, আগে আসিলে আগে পাইবে   ভিত্তিতে অরগ্যান দেয়া হত। এতে হয়তো ৩০ বছরেরে কিডনি প্রতিস্থাপণ করা হত ৮০ বছরের কারোর দেহে আথবা উল্টোটা । সে হয়তো বাঁচবে বড় জোর আর ৫ বছর।  নতুন নিয়মে সবচেয়ে বেশী বাঁচার সম্ভবনা যার তাকেই দেয়া হবে সেরা অরগ্যানটা। একজন অরগ্যান দাতা হিসাবে আমি নতুন নিয়মটা  আমা্র কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি অবশ্যই চাইবো আর কা...