কদিন আগে এক বান্ধবীর সাথে অনেকটা ঝোঁকের মাথায়ই ট্যারোট কার্ড রিডারের কাছে গিয়েছিলাম। আমার ধারণা ছিলো ট্যারোট কার্ড রিডার মাথায় পাগড়ী , হাতে ক্রিষ্টাল বল নিয়ে আলো আঁধারির মাঝে বসে থাকবে। গিয়ে দেখলাম তেমন কিছুই না। দুই সন্তানের মা , এক পার্শিয়ান মহিলা। আমি আমার ভূত , ভবিষ্যত, বর্তমান জানতে কয়েকটা কার্ড তুলে তার হাতে দিলাম। সে আমার সম্পর্কে কিছু সাধারণ কথা বলল। যা কি না আমার বাদামী রঙ দেখেই বলা সম্ভব। মহিলার পর্যবেক্ষণ শক্তি তেমন একটা ভালো না। আমার হাতে আংটি খেয়াল না করেই আমার কপালে বিয়ে নাই জাতীয় কথা -বার্তা বলা শুরু করলো। আমিও তাল মেলালাম। তবে কয়েকটা কথা ঠিক ও বলতে পেরেছে দেখে কিছুটা অবাক হলাম। আমি খুব আগ্রহ নিয়ে মহিলার ভবিষ্যতবাণী ঠিক কীনা জানার জন্য অপেক্ষা করছি। মে মাসের শেষ দিকে এসে আমার বুড়ো গাড়িটা বিনা নটিশে্ বিগড়ে বসলো ! ভাবখানা এমন... " মকা পাইসো ? আমি দিন রাত তোমাকে নিয়ে চরকি ঘুরবো আর তুমি দিনে দিনে হাতি থেকে হিপো্ হবে? যাও বাবা ঘুরতে হয় তো নিজের পায়ে হেটেঁ চল। " প্রথমে আমার মাথায় হাত গাড়ি ছাড়া কিভাবে চলবো? তাও আবার এই চান্দি ফাটা গরমে। প্রথমে...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই।