Skip to main content

Posts

Showing posts from March, 2012

বন্ধুত্ব - যখন তখন

বন্ধুত্ব জিনিসটা একেবারেই হিসাব ছাড়া। কে, কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে নিছক পরিচিত থেকে প্রিয় বন্ধু হয়ে উঠবে তা আগে থেকে জানা অসম্ভব। আবার সময়ের সাথে সাথে একই বন্ধু বা বন্ধুতার ধরণ ও পালটে যায়। কিছু বন্ধু থাকে আত্মার খুব কাছে। যে কোন দুঃসময়ে এদের কথা সবার প্রথমে মনে আসে। কিছু বন্ধুত্ব অবস্থান ভিত্তিক - একসাথে ঘোরাঘুরি, আড্ডাবাজি টাইপ। আবার কিছু বন্ধুত্ব প্রয়োজনের তাগিদে। কিন্তু বন্ধুত্ব যেমনই হোক, নানা জীবন অভিজ্ঞতার সাথে তা অধিকাংশ ক্ষেত্রেই পালটে যায়। সদ্য নারী মহলে ভীষণ জনপ্রিয় এক ব্যাচেলরকে স্বামী বানানো - বান্ধবীকে প্রশ্ন করলাম - আচ্ছা তুমি কী ভাইয়াকে, অন্য ভাবী/ বান্ধবীদের সাথে গল্প করলে বকা দাও? - অবশ্যই এটা শুধু ছেলে- মেয়ে বন্ধুত্বের ক্ষেত্রেই নয়, সেইম সেক্স বন্ধুত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে করুন, রুমা ও সোমা দারূণ বন্ধু। রোজ দেখা বা কথা না হলে কারো পেটের ভাত হজম হয় না টাইপ। রুমার আগে বিয়ে হয়ে গেল। সোমা লক্ষ্য করলো রুমার প্রায়োরিটি বদলে গিয়েছে। তার কথা বার্তাও গিন্নীবান্নি হয়ে গিয়েছে। আস্তে আস্তে সোমার সাথে দুরত্ব বাড়তে থাকলো। আবার সোমার বিয়ের সময় রুমা খুবই কাছে চলে ...