Skip to main content

Posts

Showing posts from January, 2012

হাইলাইটস্‌ ২০১১

২০১১ সালটা আমার জন্য পরিবর্তনের বছর। এক বছর আগের জীবনের সাথে আমার বর্তমান জীবনের কোন মিলই নাই। বিশাল পরিবর্তনের ধাক্কা সামলাতে মাঝে মাঝে হিম্‌শিম্‌ খেয়ে যাই; আবার কখনো মনে হয় এই বেশ ভাল আছি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি বেশ আমি আর সেই ছোট্টটি নেই। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছি। ঘরে বাইরে অনেক মানুষের মন যুগিয়ে  চলতে হচ্ছে। একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছি কি? অতঃপর ২০১১ হাইলাইটস্‌ ; অবশ্যই বুলেট পয়েন্টসে। (আজকাল পূর্ণ বাক্য লিখতে পারি না  :p) ছাত্রজীবনের ইতি। সেই সাথে প্রিয় ডেনটন শহর, বন্ধু,  কলেজ ছেড়ে যাওয়া। ভূটান ভ্রমণ। অসাধরণ সুন্দর এক পাহাড় ঘেরা, আশ্চর্‍্য সহজ, সরল আর বন্ধুত্বপরায়ণ দেশ। বাগ্‌দান; অতঃপর long distance relationship এর টানাপোড়ন।  নতুন করে অনেক কিছুর সাথে মানিয়ে নেওয়া। প্রথম চাকুরি। সেই সুবাদে সম্পূর্ণ অচেনা হিউস্টোন শহরে একলা বসবাস শুরু। নাগরিকত্ব পরিবর্তন।