Skip to main content

Posts

Showing posts from April, 2009

অমলকান্তি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হত আমাদের। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণে কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামফলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, ‘উঠি তাহলে’। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না। অথচ সকলেরি ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।। বহুদিন পর আবার আবৃত্তি করার দুঃসাহস হল :p । সাউন্ড কোয়ালিটি যদিও খুবই পচা :( অমলকান্তি.wma H...

প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর তো জানা নেই

I went to take advising for specialization. The advisor asked me what I want to do after 10 years. I wanna do a tons of thing in next 10 years, unfortunately none of them related to doing anything productive. So I told him - Could you tell me my options? Then he went on and on about the great opportunities Business Computer Information System(BCIS) offers to human kind. None of them seems fascinating to me. Seeing that I still have no clue after 45 mins of advising. He asked me to take MBTI test. I took this test couple of times for my job and classes but every time it gives different results. I was a INTJ , then I became ENFJ . The most recent one shows I'm a INFP . He said thats very normal, because people learn, experience new things over time that led to change in personality. There is nothing wrong with the test. :( Then We asked me to take Right Brain Vs Left Brain Test . According to this I'm a right brained person; meaning I use feeling rather logic, imaginative a...

দোতলার ল্যান্ডিং

মুখোমুখি ফ্ল্যাট একজন সিঁড়িতে, অন্যজন দরজায় আপনারা যাচ্ছেন বুঝি ? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ? শাহানা, আপনার ? মাহবুব । জানি । মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই জানেন । কে বলেছে । আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয় ? এবার ফাইন্যাল । ফিজিক্স-এ অনার্স । কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন হঠাৎ ? মা চান না । মানে ছেলেদের সঙ্গে বসে... সে যাক গে, পা সেরেছে ? কী করে জানলেন ? এই আর কি ! সেরে গেছে ? ও কিছুনা , প্যাসাজটা পিছলে ছিল মানে... সত্যি নয় । উচুঁ থেকে পড়ে গিয়ে... ধ্যাৎ । খাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো ? মা বলেছে ? শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার টবের গাছে ফুল এসেছে ? নেবেন ? না থাক । রিকসা এল, মা এলেন , যাই । আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও পড়বেন না, চোখ যাবে, যাই । হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই । যান, আপনার মা আসছেন । মা ডাকছেন, যাই । -আহসান হাবীব দোতলার ল্যান্ডিং ম...