Skip to main content

Posts

Showing posts from February, 2009

নানা রঙের দিনগুলি ৩

গতকাল প্রচন্ড গরম ছিল। ৮৯ ডিগ্রী । ফাল্গুনের হাল এমন হলে সামার যে কেমন হবে?? এর মাঝে বাসার ac. কাজ করছে না। পুরা রাত গরমে সিদ্ধ হলাম। সকালের দিকে চারিদিক ঠান্ডা হয়ে এলে একটু ঘুমালাম। maintenance কে call করে acটা ঠিক করতে বলা দরকার। ইচ্ছা করছে না। পিয়াকে text করে দিলেও হয়। ইচ্ছা করছে না। থাক! আগামী কদিন নাকি ঠান্ডা থাকবে। সকালে অফিসে এসে দেখি প্রাশানা home office করছে। আমার গ্রুপের ৭ জনের মাঝে অফিসে আছি ৩ জন। job queue তে বেশ কিছু কাজ জমে আছে। পরের সপ্তাহ থেকে টেস্টিং শুরু। করতে ইচ্ছা করছে না। server error দিচছে। ব্যাপারটা এখনই চেক করা দরকার। পাসোয়ার্ড মনে পড়ছে না। হেল্পডেস্ককে জানানো দরকার। ইচ্ছা করছে না। জেসি আর টমাসো খুব আড্ডা দিচ্ছে। ওদের সাথে যোগ দেয়া যায়। উম্‌ম... ইচ্ছা করছে না। স্কলারশিপের টাকা স্কুল একাউন্টে জমে হয়ে আছে। এটারও পাসওয়ার্ড ভুলে গেছি। রিসেট করতে হবে। ইচ্ছা করছে না। আগামী সপ্তাহে ৪ টা পরীক্ষা । লেকচার নোট গুলো দেখা দরকার। ইচ্ছা করছে না। পড়ব বলে, ৬০০ পৃষ্ঠার একটা জার্নাল প্রিন্ট করলাম। এটা থেকে অনেক কিছুই কুইজে আসবে।পড়তে ইচ্ছা করছে না। প্রপোজালটা নে...

টোনা টুনির গল্প

এক দেশে ছিলো এক টোনা আর এক টুনি। এক ছুটিরদিন সকালে টোনা, টুনিকে ডাকিয়া কহিল -“টুনি ভাপা পিঠা খাওয়ার শখ হইতেছে।” শুনিয়া টুনি ফ্রিজ খুলিয়া দেখিল, কেবল শুকনো রুটি আর পনির পড়িয়া আছে। টুনি বলিল – -“ফ্রীজে কিছুই নাই। বাজার হইতে ভাপা পিঠা রাধিঁবার সরঞ্জাম লইয়া আস। - টোনা শুধায় “কি কি লাগিবে ফর্দ দাও।” টুনি পড়িল মহা চিন্তায়, ভাপা পিঠা কি উপায়ে রাধেঁ , কি কি লাগে সবই তো তার অজানা। ভাবিতে ভাবিতে ঘরের কোণায় যত্ন করিয়া রাখা দেশ বিদেশের পিঠা বইখানি টানিয়া লইলো। তাহা হইতে যাহা যাহা দরকার সব লিস্ট করিয়া টোনাকে দিয়া বলিল – “তাড়াতাড়ি এইসব লইয়া আস।” বিরস মুখে বাজারের থলি হাতে টোনা বাহির হইল। টুনি ভাবে, মায়ের কাছ থেকে ভাল উপায়ে ভাপা পিঠা রন্ধন প্রনালী শিখিয়া নেয়া দরকার। মাকে ফোন করিয়া ঘটনা জানাইতেই তিনি টোনার উপর যারপর নাই চটিয়া গিয়া কহিলেন- -“টোনা তাহার কন্যা কে পাহিয়াছে কি? ছুটির দিনেও রান্নাঘর থেকে ছুটি দিতেছে না।” অবস্থা বেশি সুবিধার না আঁচ করিয়া টুনি ফোন রাখিয়া দিয়া ভাবিল শ্বাশুড়িমাতার কাছ থেকেই না হয় শিখিয়া লওয়া যাক। ঘটনা শুনিয়া শ্বাশুড়িমাতা “টোনার দুর্ভাগ্যের জন্য যারপর নাই দুঃখ প্রকাশ করি...

Always Smile

আজকাল মোবাইলটা লাগে না তেমন কাজে, মিসকল এসএমএস দাও না আর মাঝে মাঝে, যখন এলার্ম দেই তখনি শুধু বাজে..."---উল্লূ মিয়া **** আজকে আমি চা খাবনা, ঠান্ডা হবে চায়ের কাপ.....আজকে আমি চা খাবনা, আজকে আমার মন খারাপ..... **** দুনিয়াতে বেহেস্ত - আম্রিকান উপার্জন, বিলাতি ঘর, চৈনিক খাবার আর বাঙ্গালী বৌ দুনিয়াতে দোজখ - আম্রিকান বৌ, বিলাতি খাবার, চৈনিক ঘর আর বাংলাদেশ-এর উপার্জন *** - Are you sure? - I'm HIV positive. *** -I can't wait till summer. - But, its just November. - I know!!! *** When life gives you lemons make lemonade. Then find someone, whom life gave Vodka... and have a party. **** Disclaimer : this jokes are collected from various sources.