গতকাল প্রচন্ড গরম ছিল। ৮৯ ডিগ্রী । ফাল্গুনের হাল এমন হলে সামার যে কেমন হবে?? এর মাঝে বাসার ac. কাজ করছে না। পুরা রাত গরমে সিদ্ধ হলাম। সকালের দিকে চারিদিক ঠান্ডা হয়ে এলে একটু ঘুমালাম। maintenance কে call করে acটা ঠিক করতে বলা দরকার। ইচ্ছা করছে না। পিয়াকে text করে দিলেও হয়। ইচ্ছা করছে না। থাক! আগামী কদিন নাকি ঠান্ডা থাকবে। সকালে অফিসে এসে দেখি প্রাশানা home office করছে। আমার গ্রুপের ৭ জনের মাঝে অফিসে আছি ৩ জন। job queue তে বেশ কিছু কাজ জমে আছে। পরের সপ্তাহ থেকে টেস্টিং শুরু। করতে ইচ্ছা করছে না। server error দিচছে। ব্যাপারটা এখনই চেক করা দরকার। পাসোয়ার্ড মনে পড়ছে না। হেল্পডেস্ককে জানানো দরকার। ইচ্ছা করছে না। জেসি আর টমাসো খুব আড্ডা দিচ্ছে। ওদের সাথে যোগ দেয়া যায়। উম্ম... ইচ্ছা করছে না। স্কলারশিপের টাকা স্কুল একাউন্টে জমে হয়ে আছে। এটারও পাসওয়ার্ড ভুলে গেছি। রিসেট করতে হবে। ইচ্ছা করছে না। আগামী সপ্তাহে ৪ টা পরীক্ষা । লেকচার নোট গুলো দেখা দরকার। ইচ্ছা করছে না। পড়ব বলে, ৬০০ পৃষ্ঠার একটা জার্নাল প্রিন্ট করলাম। এটা থেকে অনেক কিছুই কুইজে আসবে।পড়তে ইচ্ছা করছে না। প্রপোজালটা নে...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই।