বাংলাদেশ নির্বাচন ২০০৮ এ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় দিয়েছে। দেশের বাইরে থাকায় ভোট দেয়া হয়নি। তীক্ষ্ণ নজর রাখছিলাম পত্রিকার পাতায় আর নির্বাচন কমিশ্নের ওয়েব সাইটে। ফলাফল নিশ্চিত হতেই আনন্দে লাফঝাপ দিতে ইচ্ছা করছিলো। যদিও কিছুক্ষনের মধ্যেই জানতে পারলাম ঢাকায় শুরু হয়ে গেছে হল দখল , পরাজিতরা নির্বাচন প্রত্যাখান করেছে। আনন্দ আর নতুন দিনের আশাটা নিমিষেই আশঙ্কা হয়ে যায়। তবে কি আবার সেই!!! আমি চরম আশাবাদী । তাই এত আশংকার মধ্যেও মনে হয় -- বাংলাদেশ ঠিকই পারবে। এই ডকুমেন্টারিটা তৈরী করা হয়েছিল , University of North Texas এর বাংলাদেশ নাইট উপলক্ষ্যে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই।