Skip to main content

Posts

Showing posts from December, 2008

আমার বাংলাদেশ

বাংলাদেশ নির্বাচন ২০০৮ এ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় দিয়েছে। দেশের বাইরে থাকায় ভোট দেয়া হয়নি। তীক্ষ্ণ নজর রাখছিলাম পত্রিকার পাতায় আর নির্বাচন কমিশ্নের ওয়েব সাইটে। ফলাফল নিশ্চিত হতেই আনন্দে লাফঝাপ দিতে ইচ্ছা করছিলো। যদিও কিছুক্ষনের মধ্যেই জানতে পারলাম ঢাকায় শুরু হয়ে গেছে হল দখল , পরাজিতরা নির্বাচন প্রত্যাখান করেছে। আনন্দ আর নতুন দিনের আশাটা নিমিষেই আশঙ্কা হয়ে যায়। তবে কি আবার সেই!!! আমি চরম আশাবাদী । তাই এত আশংকার মধ্যেও মনে হয় -- বাংলাদেশ ঠিকই পারবে। এই ডকুমেন্টারিটা তৈরী করা হয়েছিল , University of North Texas এর বাংলাদেশ নাইট উপলক্ষ্যে।

StarBucks vs. আলম ভাইয়ের চা

কোথায় যেন পড়েছিলাম , নতুন বিদেশে এসে বাঙ্গালীদের প্রধানত দুভাগে ভাগ হয়ে যান। এক দলের বিদেশে যা দেখে সব কিছুতেই মুগ্ধ হয়, অন্য দলের অবস্থা সম্পূর্ন বিপরীত। তাদের কিছুই ভাল লাগে না। আমি মনে হয় ২য় দলে। তো বিদেশে প্রথম যে জিনিষটা ভাল লাগল তা হল স্টারবাকস্‌ কফি। কদিনের মধ্যে আবিষ্কার করে ফেললাম দেশের আলম ভাইইয়ের টঙ্গের দোকানের সাথে এর নানা মিল। - দুটাই তরুনদের প্রিয় আড্ডাস্থল। স্টারবাক্সে অবশ্য বয়স্কদেরও দেখা যায়। এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা চলে নানা তর্ক বিতর্ক, তমুল আড্ডা। কেউ হয়তো গিটার নিয়ে বেসুরো গলায় গান ধরে। পুরো আমেরিকার দ্রুত ছুটে চলা জীবনের সম্পুর্ন বিপরীত চিত্র এখানে। কারো যেন কোন তাড়া নেই। কেবল নিটল আনন্দময় সময়। - আলম ভাই যেমন সারাদিন রেডিও বাজায়, স্টারবাক্সেও বেজে চলে নানা জ্যাজ মিঊজিক। স্টারবাক্সের কল্যানে কদিনেই ভক্ত হয়ে যাই মাইল ডেভিসের। - আলম ভাইয়ের সেই প্রবল হলুদ কেক, কলা আর টোস্ট বিস্কুটকের মত স্টারবাক্সেও আছে নানা স্বাদের ব্রাউনি আর মাফিন। আর উপরি হিসাবে আছে ফ্রী ও্যায়ারলেস ইন্টারনেট। ল্যাপ্টপ আর বটমলেস কফি নিয়ে বসে চলে তুমুল ব্রঊজিং। - অবাক কান্ড মনে হলেও আলম ভাইয়...