Skip to main content

Posts

Showing posts from October, 2008

ফাঁকিবাজি

এ সপ্তাহের ৩টা পরীক্ষা । সবক'টার ই প্রস্তুতি যাচ্ছেতাই। ভেবেছিলাম সপ্তাহান্তে বই নিয়ে বসবো। কিন্তু হল আর কই। এখন রবিবার রাত। কালকে ২ টা পরীক্ষা। জাভাটাতে হয়তো কোন্ রকমে উত্রে যাব। কিন্তু ম্যানেজমেন্টের অবস্থা যে কি হয় আল্লাহ মালুম। তার উপর সকালে উঠে এক বিব্রতকর ই-চিঠি পেলাম। গতকাল মার সাথে কথা বলতে বলতে ছবি পাঠাচ্ছিলাম। বাবার ই-মেলের পরিবর্তে আরিফ ভাইইয়ের ই-মেলে পাঠিয়েছি। :( সকালে তার খুব চিন্তিত ই-মেল পেলাম। হায়রে কপাল!!! ৩ কাপ কফি খেয়েও চোখ কোলা রাখতে পারছি না। প্রচন্ড ঘুম পাচ্ছে। অথচ আজকে সারা রাত পড়ার প্ল্যান। আমার কি হবে?? সবকিছু ছেড়েছুড়ে Mexico যেতে ইচ্ছা করছে। কাল রাতে পড়া বাদ দিয়ে Mexico cruz এর ডীল খুঁজলাম। বেশী না মোটামোটি ৩০০ টাকার মধ্যে ৭ দিনের ক্রুজ সম্ভব। কিন্তু ভালি জানি আমার কোথাও যাওয়া হবে না। ধুর!!! আর ভালো লাগে না।

চার দেয়াল

অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো, আমার ঘরটাকে রিডেকোরেট করব। তাহামিনা আপু চলে যাওয়ার পর থেকেই, টুক্‌টাক এটা সেটা কিনছিলাম। এদেশে সব কিছুই বাক্সে বন্দী করে বিক্রী করে। এগুলোকে আমার রিএ্যসেম্বল করতে হয়, which I'm really crappy at. রিথিয়া আমার করুন দশা দেখে, আমাকে চেষ্টটা বানিয়ে দিল। হবু চাচ্চু আর তন্ময় মিলে জোড়া লাগিয়ে দিলো বইয়ের তাক্‌টা। দু'দিন ধরে ঘরটা সাজালাম। বলতে পারি এটা আমার প্রথম ঘর। অনেকগুলো ছবি তোলার চেষ্টা করলাম। কোন্টাই মন মত হয়নি।

Eid

What do I miss about eid?? - Nothing... absolutely nothing. In early days Baba used to drag us to Pollobi. I didn't have any friends there. Mam (Grand ma) didn't have cable. I remember spending the day reading books or sleeping. There is no reason for me to feel something is missing. right?